ব্রিটিশ বাণিজ্যমন্ত্রীর বাংলার প্রযুক্তি ও কারিগরি শিক্ষা দপ্তরের সঙ্গে চুক্তি স্বাক্ষর E-Vehicle এবং E-Scooter তৈরির চুক্তি স্বাক্ষরের পাশাপাশি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলার প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে বৈঠক করে সামগ্রিকভাবে বাংলার আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে চেনার চেষ্টায় তিন দিনের সফরে কলকাতা ঘুরে বেড়ালেন ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নাইজেল হাডলস্টন। তবে এর পাশাপাশি ভারত সফরের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে স্বাক্ষর করলেন একাধিক চুক্তি। বৈঠক করলেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্রের সঙ্গে।

ব্রিটিশ হাই কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল বাংলার কারিগরি শিক্ষা ও প্রযুক্তি দপ্তরের সঙ্গে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রযুক্তি আদান-প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবেন ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী নাইজেল হাডলস্টন। সেই মত আলিপুরে কিছুদিন আগেই উদ্বোধন হওয়া ধনধান্য স্টেডিয়ামে ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত মউ চুক্তি স্বাক্ষর করলেন নাইজেল হাডলস্টন। উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো। অন্যদিকে এনকেডি এর সঙ্গে ইলেকট্রিক স্কুটার তৈরির বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী।

এই সমস্ত সরকারি কর্মসূচির পাশাপাশি ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নাইজেল হাডলস্টন কলকাতা তথা বাংলার প্রথম সারির শিল্পপতি এবং কর্পোরেট ব্যক্তিত্বদের সঙ্গে খোলামেলা আড্ডাতেও যোগ দেন । যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তথা আরপিজি গ্রুপের অন্যতম কর্পোরেট ব্যক্তিত্ব মনিশংকর মুখোপাধ্যায়।

খোলামেলা এই আড্ডা তে মূলত আলোচনা হয় বাংলা এবং ইংল্যান্ডের শিল্প ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা পাশাপাশি দুই দেশের মধ্যে কিভাবে আরো বেশি করে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো সম্ভব তা নিয়ে। পরে বাংলা তথা ভারতের অন্যতম প্রথম সারির সম্পূর্ণ পরিকল্পিত স্মার্ট শহর নিউটাউনে কিভাবে ওয়েস্ট রিসাইকেলিং বা বর্জ্য পদার্থকে পুনরব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে – তা ঘুরে দেখেন ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *