এবার পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন, নীতীশের ডেরায় অমিত শাহ, এদিকে পাল্টা সভা মহাজোটেরও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরাট বার্তা দিয়েছেন বিরোধী শিবিরকে । আসন্ন লোকসভা নির্বাচনে BJP আসন পাবে ১০০-র নিচে, নীতীশ কুমারের এই দাবি ঘিরে এমনকি দেশের রাজনীতিও ব্যাপক তোলপাড়। আবার বিরোধী জোট আদানি ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে লোক সভা নির্বাচনের আগেই । এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবারও ঐক্যবদ্ধ বিরোধীজোটের ওপর জোর দিয়েছেন । তিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়াই করার আহ্বান জানিয়েছেন কংগ্রেসকে সঙ্গে নিয়েই।

এদিকে বিহারে ‘মহাযুদ্ধ’শুরু হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিহারে দুটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে এনডিএ এবং মহাজোট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে, প্রথমবারের মতো মহাজোটের সাতটি দল একত্রিত হবে এবং পূর্ণিয়াতে তাদের শক্তি প্রদর্শন করবে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিম চম্পা্রণ ও পাটনায় জনসভা করবেন আজই। শুরু করবেন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। অন্যদিকে পূর্ণিয়ায় মহাজোট তাদের সবচেয়ে বড় যৌথ জনসভার আয়োজন করতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *