কবিগুরুর ১৬২ তম জন্মদিবস একেবারে আলাদাভাবে পালন করল শিলিগুড়ির মানুষ
বেস্ট কলকাতা নিউজ : কবিগুরুর ১৬২ তম জন্মদিবস একেবারে আলাদাভাবে পালন করল শিলিগুড়ির মানুষ।যেখানে কোন রাজনৈতিক দল নয়,শিলিগুড়ি আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল এই মহাকবিকে ঘিরে।সবার প্রিয় কবি সবার প্রানের কবির আজ জন্মদিন তাই একেবারেই আলাদাভাবে তার জন্মদিন পালন করল শিলিগুড়ি। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একদিকে যেমন বিভিন্ন রাজনৈতিক দল এসে কবিগুরুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল,তেমনি আসলেন সাধারন মানুষ এবং বিভিন্ন ইষ্কুল থেকে আসা ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা। কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আজ যেন মানুষের ঢল নেমে এসেছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্কে।
সবাই আজ সবকিছু ভুলে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিলেন। তিনি যে কবিদেরও কবি তা প্রমান করল শিলিগুড়ি। শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে আজ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সকাল থেকেই প্রভাতফেরী এবং অন্যান্য সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড। সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং সঙ্গিতের সাথে কবিতা আজ যেন একেবারে আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছিল। তাই আজ শিলিগুড়ি রবীন্দ্র ময় হয়ে উঠেছিল আজকে।