কলকাতা ট্রাফিক পুলিস ট্রাক চালকদের ঘুম ভাঙ্গাল চা বিস্কুটে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পুলিস বিভিন্ন সময়ে নতুন নতুন উদ্যোগ নেয় দুর্ঘটনার কবল থেকে বাঁচতে । এবার বিদ্যাসাগর সেতুতে দেখা গেলো সেরমই একটি নতুন উদ্যোগ।এমনকি ট্রাক চালকদের সাবধানবাণী শোনানো হল নতুন এই চা বিস্কুট ক্যাম্পে। সারারাত হাইওয়েতে গাড়ি চলিয়ে ভোরের দিকে ক্লান্ত ট্রাক ড্রাইভারের চোখ লেগে যায়। অসাড় হয়ে আসে হাত। আর ঠিক তখনই বড় দুর্ঘটনা ঘটে যায় মুহূর্তের অসাবধানতায়। এই প্রবণতা এড়াতে এক অভিনব ভাবনা গ্রহণ করলো কলকাতা ট্রাফিক পুলিশ।
বুধবার শীতের ভোরে বিশেষ চা বিস্কুট ক্যাম্প চালু করল বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড। টোল প্লাজা পার হয়ে শহরে ঢোকার মুখে চায়ের কাপ উঠল গাড়ি চালকদের হাতে। সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিস বিস্কুট তুলে দিল তাদের হাতে। চা বিস্কুটের সঙ্গেই তাদের শোনানো হল বিশেষ সাবধানবাণী। বলা হল নিয়ম মেনে গাড়ি চালাতে। এই অভিনব উদ্যোগ নেওয়া হল দুর্ঘটনা আটকাতেই ।