ক্রমশ চাহিদা বৃদ্ধি হচ্ছে বৈদ্যুতিক গাড়ির, বিনিয়োগ ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক বাজারেও
বেস্ট কলকাতা নিউজ : বৈদ্যুতিক গাড়ির উপর বিনিয়োগ ক্রমশ বাড়ছে বিশ্ব বাজারে । এমনকি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০৩০ সালের মধ্যে সব গাড়ি বৈদ্যুতিক করার। বাজারে দ্রুত চাহিদা বাড়ছে বৈদ্যুতিক টু-হুইলারের। এখন মানুষ মূলত ইলেকট্রিক যানবাহন কিনতে বেশি পছন্দ করছে দামি পেট্রোলের হাত থেকে মুক্তি পেতে। পরিসংখ্যানে এও দেখা যাচ্ছে , বৈদ্যুতিক দ্রুত বাড়ছে টু- হুইলারের বাজার। গ্রাহকদের সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে ওলা ইলেকট্রিক স্কুটারগুলি। গত অক্টোবর মাসে, ২০,০০০ জন এটি কিনেছিলেন। ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ কার্বন নির্গমনকারী দেশ। তাই ইলেকট্রিক গাড়িতেই বিশেষ গুরুত্ব দিচ্ছে দূষণ কমাতেও ।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ক্রমশ ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। ফলে জ্বালানির দামও উর্দ্ধমুখী হয়েছে লাগামহীন ভাবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বৈদ্যুতিক গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। বাজার ধরতে এরই মধ্যে অনেক ইলেকট্রিক গাড়ির প্রতিষ্ঠান ধরেছে বড় অঙ্কের বাজিও । তবে শুধু বিগত কয়েকদিনে নয়, ইভি-র বিক্রি ব্যাপকহারে বেড়েছে গত কয়েক বছর ধরেই। মহারাষ্ট্রে মোট বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিবহণ দফতরের নতুন পরিসংখ্যানে সেটি দেখা গেছে। শুধু এর মধ্যে মুম্বইতেই রয়েছে ৮৯৩৮টি ইভি,বিশেষ করে দুই চাকার কোম্পানি গুলোর । দেশের গাড়ি বাজারে ধাপে ধাপে মাথা তুলছে তার অংশীদারিও। ফাডা জানিয়েছে, দেশে যাত্রিবাহী বৈদ্যুতিক গাড়ি গত বছরের মার্চের তুলনায় এ বারের মার্চে বিক্রি বেড়েছে ১৩০ শতাংশেরও বেশি (৮৫৬৬টি)। চলতি বছরে ফেব্রুয়ারির নিরিখেও গত মাসে বিক্রি বেড়েছে প্রায় ৮৮%।