১১০ শয্যার কোভিড ওয়ার্ড তৈরি হতে চলেছে NRS হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার এনআরএস হাসপাতালে ১১০ শয্যার কোভিড ওয়ার্ড তৈরি করা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে পর। জানা গিয়েছে, ওই ওয়ার্ড শুরু হবে আগামী সাত দিনের মধ্যেই। ৪টি সিসিইউ বেডও থাকবে ওই ওয়ার্ডে। ক্রমশই জটিল হচ্ছে এ রাজ্যের করোনা পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে রেকর্ড সংক্রমণ হারে।

এই পরিস্থিতিতে পর্যাপ্ত শয্যার প্রয়োজন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়। সেই কথা মাথায় রেখে কলকাতা মেডিকেল কলেজের পর এন আর এস মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।এই ওয়ার্ড তৈরি করা হবে হাসপাতাল চত্বরে চেস্ট এবং অর্থোপেডিক বিল্ডিং নিয়ে।

এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হাসপাতালের সুপার প্রিন্সিপাল এর সঙ্গে কয়েকজন অধ্যাপকের বৈঠকে। বর্তমানে সন্দেহভাজনদের আইসোলেশন রেখে চিকিৎসা করা হয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। সেক্ষেত্রে তাদের জন্য ১০০ টির বেশি শয্যা বরাদ্দ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *