খাবার পৌঁছে দিতে হবে আক্রান্তদের বাড়িতে, নবান্নের নির্দেশ জেলাশাসকদের
বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই ৯ হাজার পেরিয়ে গেল রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা। পজিটিভি রেটে যখন কলকাতা শীর্ষে , তখন বহু মানুষ সংক্রমণের কবলে পড়েছেন জেলাগুলিতেও।এই রকম পরিস্থিতিতে নবান্ন থেকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হল, আক্রান্তদের বাড়িতে খাবারের প্যাকেট পৌঁছে দিতে হবে পুলিসের সাহায্যে । এছাড়াও করোনা চিকিৎসায় জারি করা হল নতুন গাইড লাইনও।
এদিকে বাড়বাড়ন্ত করোনার সংক্রমণেরও।এমনকি আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়েও। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের রিপোর্ট, গত ২৪ ঘণ্টা রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ৯ হাজার ৭৩ জন। পজিটিভি রেট ১৮.৯৬। আর কলকাতা? রাজধানী শহর মাত্র ৮ দিনেই ছাপিয়ে গেল দ্বিতীয় ঢেউ-র চুড়োকে ! আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৫৯। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভি রেটও।
সংক্রমণ ছড়াচ্ছে এমনকি জেলাগুলিতেও। আক্রান্তের সংখ্যা নিরিখে উত্তর ২৪ পরগনা রয়েছে দ্বিতীয় স্থানে, আর তৃতীয় স্থানে আছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা বাড়ির বাইরে বেরোতে পারছেন না স্বাভাবিক কারণেই। এছাড়াও বহু মানুষকে কোয়ারেন্টাইনেও থাকতে হচ্ছে। তাঁদের বাড়িতে এবার থেকে পুলিস খাবারের প্যাকেট পৌঁছে দেবে। কী থাকবে সেই প্যাকেটে? নবান্ন সূত্রে খবর, প্যাকেট থাকবে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার। এমনকী, প্রয়োজনে নবান্ন ওষুধ বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে।