দাম দ্বিগুণ হল একলাফে , মধ্যবিত্ত বাঙালির চোখে জল পেঁয়াজের তীব্র ঝাঁঝে
বেস্ট কলকাতা নিউজ : সপ্তাহখানেক যা দাম ছিল, তা এখন প্রায় দ্বিগুণ। পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্ত বাঙালির। সপ্তাহখানেক আগে দাম ছিল কেজি প্রতি ৩৫-৪০ টাকা। কিন্তু এখন তা বিকোচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে। গত সপ্তাহেও কলকাতা-সহ জেলার বিভিন্ন বাজারে পেঁয়াজ ৪০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছিল। কিন্তু চলতি সপ্তাহে তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
পেঁয়াজের মূল্যবৃদ্ধির জেরে সোমবার শিয়ালদহের কোলে মার্কেটে পরিদর্শনে যান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি। কথা বলেন, বিক্রেতাদের সঙ্গে। কেন দাম বাড়ল জানতে চান। মানিকতলা, উল্টোডাঙা, কলেজ স্ট্রিট, গড়িয়াহাট,, ল্যান্সডাউন, লেক মার্কেটের বাজারগুলিতে মঙ্গলবার প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে পেঁয়াজ। কোলে মার্কেটে বিকিয়েছে ৭০ টাকা কেজিতে।