নিষেধাজ্ঞা গম রফতানিতে, ১২০০ লরি আটকে হিলি সীমান্তে , সমস্যায় ব্যবসায়ীরা
বেস্ট কলকাতা নিউজ : হিলি সীমান্তের স্থলবন্দর দিয়ে গম রফতানি দীর্ঘ এক মাস ধরে বন্ধ কেন্দ্রের গম রফতানির উপর নিষেধাজ্ঞার জেরে। যার ফলে গম বোঝাই ১২০০ লরি দীর্ঘদিন ধরে দাড়িয়ে রাস্তার দু’পাশে। এই অবস্থায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলা মণ্ডল জানান, তাদের আশঙ্কা ভারতবর্ষ থেকে গম বাংলাদেশে যদি রফতানি না হয় তাহলে বাংলাদেশ গম আমদানি করতে পারে অন্য কোনও দেশ থেকেও। ফলে ভারতীয় বাজারে অনেকটাই কমে যাবে গমের মূল্য। গম চাষীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি, এই সিদ্ধান্তকে বিবেচনা করে সরকার দ্রুত গম রফতানির জন্য নির্দেশ দিক ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, বাংলাদেশে গম রফতানি নিয়ে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলে চেষ্টা করা হবে সমাধানের ।কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ইউক্রেন যুদ্ধের আবহে। পরে বিভিন্ন দেশ থেকে এ ব্যাপারে চাপ আসে ভারত সরকারের উপর। তাদের অনুরোধেই কেন্দ্রীয় সরকার কিছু ছাড় দেয় নিষেধাজ্ঞার ক্ষেত্রে । বলা হয়, গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই যে সমস্ত অর্ডার শুল্ক দফতরের হাতে স্থানান্তরিত করা হয়েছিল, সেগুলি বাতিল করা হবে না।