ফের মৃত্যু হলো বাঘের ! কাজিরাঙায় উদ্ধার হলো রয়েল বেঙ্গল টাইগার এর পচা – গলা দেহ
বেস্ট কলকাতা নিউজ : আবারো মৃতদেহ উদ্ধার বাঘের! এবার অসমের জাতীয় উদ্যান কাজিরাঙা ন্যাশনাল পার্কে একটি ১২ বছরের পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কাজিরাঙার জাতীয় উদ্যানএর কর্মকর্তারা জানিয়েছেন, অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক, অরং, মানস এবং নামেরি জাতীয় উদ্যানকে মনে করা হয় বাঘেদের নিরাপদ আস্তানা হিসেবে। সেই কাজিরাঙা ন্যাশনাল পার্কেই এই নিয়ে দু’বার রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর ঘটনা ঘটলো । ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা গাছে যে নিজেদের মধ্যে মারামারি করেই মৃত্যু হয়েছে বাঘটির। বিশেষজ্ঞরা মনে করছেন, পার্টনারের উপরে যৌন আধিপত্য কায়েম করতে গিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষে মৃত্যু হচ্ছে বাঘেদের।
সূত্রের খবর, বুধবার বাঘটির পচা-গলা দেহ উদ্ধার হয়েছে কাজিরাঙা পার্কের কহরা রেঞ্জের বরুন্তিকা এলাকায়। গত দু’সপ্তাহের মধ্যেই বাঘটির মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পার্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পিশিব কুমার জানিয়েছেন, ১২ বছরের মধ্যে বয়স হবে মৃত বাঘটির । অন্যান্য বাঘেদের সঙ্গে সংঘর্ষের কারণেই প্রাণ হারিয়েছে বাঘটি।এ বছর এই নিয়ে দু’বার বাঘের মৃত্যুর ঘটনা ঘটল ওই পার্কে । এই বছরই ফেব্রুয়ারিতে পার্কের পাশেই একটি বাঘের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তবে সেই বার বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছিল বলে জানানো হয়েছিল