যুবককে পিটিয়ে মারার অভিযোগে নেশামুক্তি কেন্দ্রে ধুন্ধুমার, ভাঙচুর, পুলিস-জনতা খণ্ডযুদ্ধ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি ছেলেকে একদিনও না দেখে থাকতে পারি না। আমি একা কী করে থাকব। ওদের মারতে না করেছিলাম, ওরা পিটিয়েই মেরে ফেলল আমার ছেলেকে।” আজ বেলঘরিয়ার যতীন দাস নগরে ভেসে বেড়াল এক সন্তানহারা মায়ের করুণ আর্তিই ।

বেলঘরিয়ার একটি নেশামুক্তি কেন্দ্র এই ঘটনার কেন্দ্রস্থল। এই কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি। চিকিত্সকের বিরুদ্ধে অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রে রোগীকে চিকিত্সা না করে পিটিয়ে মেরে ফেলার। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার ৫ নম্বর যতীন দাস নগর এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার সাধারণ মানুষজন। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা ওই নেশামুক্তি কেন্দ্রের চারপাশে জড়ো হন। নেশামুক্তি কেন্দ্রের দরজা ভাঙার পাশাপাশি সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতেও ব্যাপক ভাঙচুর চলে। বেলঘরিয়া থানার পুলিস ঘটনাস্থলে ছুটে আসে।

পাশাপাশি আরও এক রোগীর কথাতেও স্পষ্ট, নেশামুক্তি কেন্দ্রের লোকেরা অত্যাচার চালাত। পচা ভাত খেতে দেওয়া হত। এমনকী মারত কালো পাইপ দিয়ে । মারার সময় সিসিটিভি বন্ধ রাখা হত বলে দাবি এক রোগীর।এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি সামলাতে বাধে জনতা-পুলিস খণ্ডযুদ্ধ। মৃতের পরিবারের অভিযোগ, পুলিস দায়িত্ব নিয়ে আড়াল করছে রি-হ্যাবের মালিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *