রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে, এর প্রতিবাদে রাস্তায় নামলো সিপিএম এর দুই নং এরিয়া কমিটি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে, এর প্রতিবাদে রাস্তায় নামলো সিপিএমের দুই নম্বর এরিয়া কমিটি। এদিন শিলিগুড়িতে সিপিএমের এরিয়া কমিটির অন্যতম সদস্য সমন পাঠক জানান রাজ্য জুড়ে সন্ত্রাস মাত্রা ছাড়িয়েছে। এমনকি বিধানসভাতে ও তার ব্যতিক্রম নয়। দোলের সময় গোটা রাজ্য জুড়ে যে ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা আমরা সবাই জানি। সাধারণ মানুষ বের হতে ভয় পায়, বিধানসভার মতো জায়গায় যে ভাষায় কথা বলা হয়, তাতে একজন শিক্ষিত এবং ভদ্রলোক লজ্জা পেয়ে যাবে। তাই আমরা শিলিগুড়ির দুই নম্বর এরিয়া কমিটি এই প্রতিবাদ মিছিল শুরু করলাম।

এদিন তিনি এও বলেন আমরা চাই মানুষ সচেতন হোক, কারন আমাদের সবাইকে নিয়েই এই সমাজ তৈরি হয়েছে। আর এই সমাজ দিনের পর দিন বিষাক্ত এবং কলুষিত হয়ে যাচ্ছে। মানুষ মানুষকে সহ্য করতে পারে না, হিংসা মারামারি মাত্রা ছড়িয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রতিবাদ শুরু হলো, আমরা জানি এই প্রতিবাদ সহজে শেষ হওয়ার নয়। আজকে আমরা শুরু করলাম প্রতিবাদ, এরপর সারা রাজ্য জুড়ে প্রতিবাদ হবে , এদিন এমনটাই জানালেন সমন পাঠক। এদিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, ডি ওয়াই এফ আই এর পুরুষ এবং মহিলা কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *