শহরের তিন নামী স্কুল নিল নজিরবিহীন পদক্ষেপ , অভিভাবকরা হতভম্ব রিপোর্ট কার্ড দেখে !
বেস্ট কলকাতা নিউজ : এবার শহরের তিন নামী স্কুল কর্তৃপক্ষ নিল এক নজিরবিহীন পদক্ষেপ। পড়ুয়াদের রিপোর্ট কার্ডে ফি মেটানোর অনুরোধ জানাল জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, অশোক হল এবং মহাদেবী বিড়লা শিশু বিহার এর মতো স্কুল গুলি । এর আগে মূলত তিনটি স্কুলই বন্ধ করে দেওয়া হয়েছিল বকেয়া-ফি বিতর্ককে কেন্দ্র করে। তারপর থেকে রেষারেষি চলছিল অভিভাবক-স্কুল কর্তৃপক্ষের মধ্যে ।
বিড়লা গোষ্ঠীর তিন স্কুলের অনেক পড়ুয়ার অভিভাবকদের অভিযোগ, ছেলেমেয়েদের স্কুল কর্তৃপক্ষ রিপোর্ট কার্ড দিয়েছে । তবে সেখানে বার্তা দেওয়া হয়েছে বকেয়া ফি মিটানোর কথা উল্লেখ করে । এই আবহে বিক্ষুব্ধ অভিভাবকদের একটাই প্রশ্ন, এভাবে ফি সংক্রান্ত কোনও উল্লেখ করা যায় কি না স্কুলের রিপোর্ট কার্ডে। তাঁদের আরও বক্তব্য, তাঁরা স্কুলের ফি মিটিয়ে দিয়েছেন আদালতের নির্দেশ মেনে। তারপরও কেন স্কুল কর্তৃপক্ষ রিপোর্ট কার্ডে এই লেখা লিখল ?