শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হল তামিলনাড়ুর ৩৫ জন মৎস্যজীবী
বেস্ট কলকাতা নিউজ : আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) অতিক্রম করে সীমান্ত পেরিয়ে মাছ ধরার অভিযোগে তামিলনাড়ুর ৩৫ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী ৷ মৎস্যজীবীদের একটি দেশীয় নৌকা এবং তিনটি যান্ত্রচালিত নৌকাও বাজেয়াপ্ত করেছে নৌবাহিনী। যাদের গ্রেফতার করা হয়, তাদের মধ্যে তামিলনাড়ু এবং পুদুচেরি বন্দর থেকে আসা চার মৎস্যজীবীও রয়েছে বলেও এদিন খবর মেলে৷ শ্রীলঙ্কার সমুদ্রে ঢুকে মাছ ধরার জন্য তাদের দেশীয় নৌকাটি বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর একই অভিযোগে ৩১ জন মৎস্যজীবীকেও পরে গ্রেফতার করা হয়েছে, যারা তিনটি মোটর বোটে ছিলেন ৷ দুটিতে ১০ জন করে এবং একটিতে ১১ জন মৎস্যজীবী ছিলেন। তিনটি মোটর বোটও বাজেয়াপ্ত করেছে সে দেশের নৌবাহিনী।

এদিকে গ্রেফতারের পর, এদিন এই ৩৫ জন মৎস্যজীবীকে কাঙ্কেশান্তুরাই নৌবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ৷ শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এদের সকলকেই আদালতে হাজির করে জেল হেফাজতে পাঠানোর আবেদন করা হবে। এদিকে জাফনা মৎস্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, গ্রেফতার হওয়া মৎস্যজীবীরা তামিলনাড়ুর নাগাপট্টিনাম এবং করাইকাল এলাকার হতে পারে।
এই ঘটনা ফের তামিলনাড়ুর উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ৷ গত দেড় মাসে শ্রীলঙ্কার নৌবাহিনী মূলত ৪০ জনেরও বেশি মৎস্যজীবীকে সীমা অতিক্রম করার অভিযোগে গ্রেফতার করেছে। মৎস্যজীবীদের পরিবার বারবার গ্রেফতার এবং শ্রীলঙ্কার সঙ্গে সামুদ্রিক বিরোধের সমাধানের জন্য ক্রমাগত দাবি জানিয়ে আসছে। তারা ভারত সরকারের হস্তক্ষেপ এবং তামিলনাড়ুর মৎস্যজীবীদের উদ্ধারের দাবি জানিয়েছে ৷ যারা আগে গ্রেফতার হয়ে বন্দি ছিলেন, তাদেরও ছাড়া হয়নি ৷ জানা গেছে তারাও বর্তমানে শ্রীলঙ্কার নৌবাহিনীর হেফাজতে রয়েছেন।

