হাসপাতালের আধিকারিক অভিযুক্ত নার্সকে শারীরিক-মানসিক হেনস্থার ঘটনায়, তদন্তে স্বাস্থ্য দপ্তর
বেস্ট কলকাতা নিউজ : ডাক্তার ও নার্সরা প্রথম সারিতে থেকে লড়াই করছেন COVID-19-এর বিরুদ্ধে। অথচ, এই লড়াইয়ের সঙ্গে যুক্ত এক সরকারি হাসপাতালের নার্সকে শারীরিক এবং মানসিক হেনস্থার গুরুতর অভিযোগ উঠল ওই সংশ্লিষ্ট হাসপাতালেরই শীর্ষ স্তরের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগকারী ওই নার্স এই ঘটনায় সমগ্র বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন স্বাস্থ্যভবনের কাছে বিচার চাইছেন তিনি । এই ঘটনায় স্বাস্থ্যভবনে অভিযোগ জানিয়েছে এমনকি নার্সদের সংগঠন নার্সেস ইউনিটিও। আর এই অভিযোগের জেরেই তদন্তের কথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
এই ঘটনার কথা জানাজানি হতে নড়েচড়ে বসে নার্স সংগঠন। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের কাছেও দেওয়া হয় লিখিত অভিযোগও। নার্সেস ইউনিটির সেক্রেটারি, ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, “COVID-19-এর এই পরিস্থিতির মধ্যে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য সবাই যেখানে নাজেহাল, সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা। এই নার্স ডিউটি করেছেন COVID-19-এর আইসোলেশন ওয়ার্ডেও। এই ঘটনায় আমরা নিরপেক্ষ তদন্ত এবং, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।” এই অভিযোগের বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, ” অভিযোগ পেয়েছি। এই ঘটনায় তদন্ত করা হবে।”