অবশেষে অনুব্রত মণ্ডল গ্রেফতার হল গরু পাচার মামলায় , সিবিআই তুলে নিয়ে গেল বাড়ি থেকেই
বেস্ট কলকাতা নিউজ : অনুব্রত মণ্ডল হাজিরা দেননি গরুপাচার মামলায় বার বার তলব সত্ত্বেও। এবার সিবিআই বোলপুরের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করল। বৃহস্পতিবার সকালে সিবিআই আধিকারিকরা বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছন তৃণমূল নেতার বাড়িতে। দেড় ঘণ্টা জেরা করার পর অনুব্রত মণ্ডলকে গ্রেফতারও করা হয়। এমনকি কেন্দ্রীয় বাহিনী বাড়ি চারদিক থেকে ঘিরেও রাখে । তালা লাগিয়ে দেওয়া হয় বাড়ির সমস্ত গেটেও।
এদিকে সিবিআই সূত্রে খবর, গতকাল তদন্তকারীরা কথা বলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে । জানা গিয়েছে ওই চিকিৎসকের বয়ান রেকর্ড করা হতে পারে বলে। জানতে চাওয়া হয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুব্রত মণ্ডল চিকিৎসককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছেন কি না তাও । কার নির্দেশে ওই সরকারি চিকিৎসক বীরভূমের জেলা তৃণমূল সভাপতির বাড়িতে গিয়েছিলেন তা জানতে চাওয়া হবে।
উল্লেখ্য ,এই নিয়ে দশবার তাকে তলব করা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন নানা অজুহাতে। অনুব্রতর বিরুদ্ধে এবার সিবিআই কড়া ব্যবস্থা নিতে পারে । তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এমনকি তদন্তে অসহযোগিতারও।