অবশেষে স্কুল খুলল দীর্ঘ ১১ মাস পর ,বাঁধ সাধল বনধ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ রাজ্যজুড়ে ফের স্কুল খুলল দীর্ঘ ১১ মাস পর। এদিকে আজ রাজ্যজুড়ে বনধ চলছে গতকাল বামেদের ছাত্র ও যুবদের নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে। বহু জায়গায় যাবতীয় সরকারি গাইডলাইন স্কুল মেনে খুললেও, প্রথম দিনেই বিভিন্ন স্কুলে ব্যাহত হল পঠন-পাঠন এর পরিবেশ। এমনই এক চিত্র ধরা পড়ল যাদবপুর বিদ্যাপীঠ-এ। বাম কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখায় স্কুলের গেট আটকে রেখে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পড়ুয়ারা অবশেষে স্কুলে ঢুকতে পারে প্রধান শিক্ষকের অনুরোধে। অন্যদিকে, একই ছবি দেখা গেল এমনকি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। এমনকি সেখানেও পড়ুয়াদের ঢুকতে বাধা দেওয়া হয় বিদ্যালয়ে।

প্রসঙ্গত, স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ হয়ে পড়ে কোরোনার কারণে। দীর্ঘ ১১ মাস পর রাজ্য শিক্ষা দপ্তর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলার নির্দেশ দিয়েছে আজ থেকেই।কিন্তু প্রায় এক বছর বাদে স্কুলে আসার আনন্দ ও উচ্ছ্বাসে বামেদের ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ হঠাৎই যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে, বহু জায়গায় পড়েছে বনধের প্রভাব।সমস্যা হয়েছে এমনকি স্কুলে পৌঁছাতেও।আবার দেরিতেও ক্লাস শুরু হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের মতো কোনও স্কুলে। কিন্তু, তারপরেও ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষাকারা অবশেষে স্কুলে পৌঁছাতে পেরেছে সমস্ত বিধি নিষেধ মেনেই।এদিকে পড়ুয়ারাও খুশি প্রায় এক বছর পর ফের স্কুলে আসতে পেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *