অবশেষে ৫ শ্রমিকের দেহ ফিরছে অ্যাম্বুলেন্সে করে , অধীর অপেক্ষায় ধূপগুড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ধূপগুড়িতে ফিরছে জম্মুর সুড়ঙ্গে ধসে আটকে মৃত পাঁচ শ্রমিকের দেহ । দেহ আনা হচ্ছে বিমানের বদলে অ্যাম্বুলেন্সে করে। ধূপগুড়ির উদ্দেশে অ্যাম্বুলেন্স রওনা দেয় রবিবার রাতে । মঙ্গলবার সকাল দশটার মধ্যে বাড়িতে পৌঁছবে শ্রমিকদের দেহ। ওই শ্রমিকরা যে সংস্থার জন্য কাজ করতে গিয়েছিলেন, অ্যাম্বুলেন্সে করে দেহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সেই সংস্থার পক্ষ থেকেই।

রবিবার বিমানে করে ওই পাঁচ শ্রমিকের দেহ নিয়ে আসার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি সময়মতো বিমানবন্দরে পৌঁছতে না পারায়। শেষ পর্যন্ত ধূপগুড়িতে অ্যাম্বুলেন্সে করে দেহ রওনা দেয় রবিবার রাতেই ।এদিকে নিহতদের পরিবারের পাশে সবরকম সাহায্য নিয়ে প্রস্তুত ধূপগুড়ির প্রশাসন।

সুড়ঙ্গে আটকে মৃত্যু হয়েছে সুধীর রায় (৩১), পরিমল রায় (৩৫), দীপক রায় (৩০), যাদব রায় (২৩) এবং গৌতম রায়ের (২২)৷ শুক্রবার সন্ধ্যায় প্রথম উদ্ধার হয় সুধীরের দেহ৷ তার ২৪ ঘণ্টা পর বাকি চারজনের দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *