আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়
বেস্ট কলকাতা নিউজ : আলিপুর আবহাওয়া দফতর কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।এমনকি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল শহর কলকাতার বেশ কিছু এলাকা । বুধবার শহর কলকাতার একাংশের পাশাপাশি হালকা বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এমনকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। হাওয়া অফিস এও জানিয়েছে, বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে। আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এমনকি আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও।