এক রুদ্ধশ্বাস সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে, অবশেষে নিকেশ হল ৭ মাওবাদী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : লোকসভা ভোটের মুখে মাওবাদী দমন অভিযানে আজ মঙ্গলবার ফের বড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, এদিন ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত সাত মাওবাদী নিহত হয়েছে।

কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের পর দুই মহিলা ক্যাডার সহ সাত মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণপুর-কাঙ্কের সীমান্তে আবুজমাদের জঙ্গলে পুলিশের ডিরেক্টরেট জেনারেল (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদস্যদের মধ্যে সন্দেহভাজন মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়।

এদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘আজ সকাল থেকে নারায়ণপুর-কাঙ্কের সীমান্তের আবুঝমাদে ডিআরজি ও এসটিএফ জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলছে। তবে এখনও এনকাউন্টার চলছে।’ নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ২৯ জন মাওবাদী নিহত হওয়ার কয়েকদিন পর এই অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *