আদিবাসী ও তপসিলি ছাত্রছাত্রীদের ভালো ফল রাজ্য জয়েন্টে , বিশেষ কৃতিত্ব সরকারি প্রশিক্ষণের
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের আদিবাসী ও তপসিলি পড়ুয়ারা একরকম তাক লাগিয়ে দিয়েছে রাজ্য জয়েন্টে ভালো ফল করে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিগত ৬ মাস গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তপসিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত অর্থাৎ সমাজে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা ছেলেমেয়েদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জয়েন্ট এন্ট্রান্স মেইন ও সর্বভারতীয় মেডিকেল (নিট)-এর প্রবেশিকা পরীক্ষার বিনামূল্যে কোচিং দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে ও ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন-এর যৌথ প্রয়াসে ।
সংশ্লিষ্ট দফতরের তথ্য অনুযায়ী ৩৪ টি কেন্দ্রে মোট ১৪৪০ জন তপসিলি জাতি ও আদিবাসী ছেলেমেয়েদের সপ্তাহান্তে শনি ও রবিবার নিয়মিত ৪ ঘণ্টা করে অনলাইন ও কোভিড বিধি মেনে অফলাইনে ক্লাস করানো হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলার । সঙ্গে বিনামূল্যে দেওয়া হয় এমনকি প্রতিটি বিষয়ের ‘স্টাডি মেটেরিয়াল’। মোট প্রশিক্ষিত পড়ুয়ার মধ্যে চলতি বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা দিয়েছিলেন ৫৯৩ জন ছেলেমেয়ে। ফল প্রকাশের পর সমীক্ষায় জানা গেছে; চলতি বছরে রাজ্য জয়েন্ট পরীক্ষায় অংশ নেন ৮১,৩৯৩ জন পড়ুয়া। যার মধ্যে সফলতার শীর্ষে রয়েছেন বহু আদিবাসী ও তপসিলি সম্প্রদায়ের ছেলেমেয়েরা। ৫৩৭ জন পড়ুয়া ইঞ্জিনিয়ারিং ও ইঞ্জিনিয়ারিং ফার্মাসিতে মেধা-তালিকায় রেকর্ড সাফল্য অর্জন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দিষ্ট দপ্তর আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে বিনামূল্য ট্রেনিং করে।