আধার সংশোধন এর জন্য হাজার হাজার মানুষ ব্যাংকের সামনে লাইন এ দাঁড়িয়ে রইল শীতের রাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নাগরিকত্ব আইন নিয়ে সাধারণ মানুষ যে এখনো ঘোর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তা পুনরায় একবার বোঝা গেল নদিয়ার তেহট্টে। তেহট্টের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বৃহস্পতিবার রাতভর ছিল লম্বা লাইন ছিল আধার কার্ড সংশোধনের জন্য । প্রত্যেকেরই আধার কার্ডে ভুল রয়েছে কিছু না কিছু। আর তাই আধার কার্ড সংশোধন করাতে চান তাঁরা। আধার সংশোধনের কুপন পেতে আবার কেউ কেউ ব্যাংকের সামনে লাইন দিয়েছেন একদিন বা তারও বেশি সময় আগে । একেই প্রবল ঠান্ডা তার উপর শুধুমাত্র পরিচয় পত্র সংশোধন করাতে রাতভর ভিড় উপচে পড়ল খোলা আকাশের নীচে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন তেহট্টের হাজার-হাজার মানুষ। প্রত্যেকেই নিজেদের আধার কার্ড নির্ভুল করে রাখতে চাইছেন নাগরিকত্ব আইনের জন্য । হাজার হাজার মানুষ শীতের রাতেও বাড়ির বাইরে কাটালেন শুধুমাত্র ভিটেমাটি ছাড়া হওয়ার আতঙ্কেই।তবে সবাইকে কুপন দেওয়া হলেও, সাবরই একইদিনে আধারকার্ড সংশোধন করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে। ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়ে দিয়েছেন, একদিনে আধার কার্ড সংশোধন করা যাবে না ২০-২৫টির বেশি।আর তাই মনে করা হচ্ছে ব্যাংকের বাইরে ভিড় করা প্রত্যেকের আধার সংশোধন হতে কয়েক বছর সময় লাগতে পারে বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *