আধুনিক হতে চলেছে পূর্ব পুঁটিয়ারি বাজার, সংস্কারের কাজে পিপিপি মডেলই জোর কলকাতা কর্পোরেশনের
বেস্ট কলকাতা নিউজ : লেক মল চলছে রমরমিয়ে। পরবর্তী সময় ল্যান্স ডাউনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এবার সেই পথে হেঁটে কলকাতার সংযুক্ত এলাকার আরও একটি বাজারের ভোল বদলে ফেলতে চলেছে কর্পোরেশন। কুঁদঘাট এলাকার পূর্ব পুটিয়ারি বাজার এবার প্রাইভেট পাবলিক পার্টনারশিপে নতুন রূপ পাবে। এমনই পরিকল্পনা নিয়েছে কলকাতা কর্পোরেশনের বাজার বিভাগ। ১১৪ নম্বর ওয়ার্ডের কুঁদঘাট এলাকার পূর্ব পুটিয়ারি বাজার। পুরো ভবন জীর্ণ ও ভগ্নদশা। তাই পুরো বাজার ভেঙে সেখানে একটি আধুনিক বহুতল তোলার পরিকল্পনা করেছে কলকাতা কর্পোরেশন বাজার বিভাগ। সেখানে হবে শপিংমল। থাকবে পার্কিং-সহ আরও নানা আধুনিক ব্যবস্থা। বাজারটি অবস্থা খারাপ বলে দ্রুততার সঙ্গেই এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে বাজার বিভাগ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কম-বেশি ৫০০ জন ব্যবসায়ী এই মুহূর্তে সেখানে জিনিসপত্র বিক্রি করে থাকেন। এর মধ্যে বাজারের অভ্যন্তরে ব্যবসা করেন ৩৫০ জনের বেশি ব্যবসায়ী। ১৫০ জন মতো বাজারের বাইরের দোকান দেন। প্রাথমিক পরিকল্পনা আধুনিক বাজার তৈরি হলে প্রত্যেককেই একটি করে দোকান দেওয়া হবে। যাদের নিজস্ব দোকান আছে। আর মাছ, মাংস বিক্রির ক্ষেত্রেও প্রত্যেক ব্যবসায়ী বসতে পারবে এমন জায়গা নির্দিষ্ট করা হবে। তাদের আগে পুরনো জায়গা থেকে ধাপে ধাপে সরিয়ে অন্যত্র রাখা হবে। সেই কাজ মিটলে পরিস্থিতি পর্যালোচনা করে নেওয়া হবে। দেখা হবে আধুনিক মাল্টিস্টরের বিল্ডিং সমস্ত সুযোগ সুবিধা-সহ করতে কত টাকা ব্যয় হবে। সেই টাকা কর্পোরেশনের খরচের ক্ষমতা হবে কি না। যদি বিপুল খরচ দাঁড়ায় তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট করা হবে। সেই মতো টেন্ডার ডাকা হবে।