আবারও বাড়লো তেল ও গ্যাসের দাম, চরম বিপদে গ্রাহকেরা
বেস্ট কলকাতা নিউজ : গতকাল থেকে ১৫ টাকা বেড়ে ফের কলকাতা তে ৯২৬ টাকা হয়েছে বাড়িতে ব্যবহার যোগ্য ,১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম, পেট্রল এর মূল্য ২৯ পঁয়সা বেড়ে কলকাতা তে দাঁড়িয়েছে ১০৩.৯৪ টাকা ,ডিজেলের দাম ৩৫ পঁয়সা বেড়ে হয়েছে ৯৪.৮৮ টাকা। আর যার জেরেই বেজায় ক্ষুব্ধ এমনকি দেশের আম জনতাও।
করোনার জেরে এমনিতেই কাজ হারিয়েছেন দেশের বহু মানুষ। বহু ছোট সংস্থায় তালা ঝুলেছে এমনকি একটানা লকডাউন ও ব্যবসায় আর্থিক ক্ষতির জেরে। কাজ হারিয়েছেন প্রায় অনেকেই। বহু মানুষ এমনকি পেশা বদলাতেও বাধ্য হয়েছেন একরকম পেটের টানেও। এই পরিস্থিতিতে গত কয়েকমাস ধরে ক্রমশ লাগাতার ভাবে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। হু-হু করে বাড়ছে এমনকি বাজারদরও। ইতিমধ্যেই দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে বাড়ানো হয়েছে ৩৫ টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে বর্তমানে হয়েছে ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা। আর ছোট ব্যবসায়ীরা ঘোর সমস্যায় পড়েছে পুজোর মুখে এভাবে বাণিজ্যিক গ্যাসেসিলিন্ডারের দাম বৃদ্ধির জেরে।