আবার পহেলগাঁওয়ের কায়দায় হামলা চালাতে পারে পাকিস্তান, আশঙ্কা সেনা শীর্ষকর্তার, আরও ভয়ংকর প্রত্যাঘাতের বার্তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ‘অপারেশন সিন্দুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। তারা আবার পহেলগাঁওয়ের মতো হামলা করতে পারে। তবে ভারতও প্রস্তুত। এবার প্রত্যাঘাত হবে আরও ভয়ংকর।’ ইসলামাবাদের প্রতি এই হুঁশিয়ারি সেনার ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের। তাঁর মতে, সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধের ক্ষমতা নেই পাকিস্তানের। তাই তারা দশকের পর দশক ধরে ‘ব্লিড ইন্ডিয়া থ্রু এ থাউজেন্ড কাটস’ নীতি চালিয়ে আসছে। সেই নীতির ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর প্রতিবেশী এই দেশ। তবে ভারতও প্রত্যুত্তরের জন্য তৈরি।

উল্লেখ্য , ১৯৬৫ সালে পাকিস্তানের মধ্যে সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছিল ভারত। সেই যুদ্ধের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার জম্মুতে নানা অনুষ্ঠানের আয়োজন করে সেনার টাইগার ডিভিশন। সেখানে বলিদান স্তম্ভে ৫০ ফুটের পতাকা উত্তোলন করেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। এরপর শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। এরপর তিনি স্কুল পড়ুয়া, এনসিসি ক্যাডেটস, স্কাউটস অ্যান্ড গাইডদের সঙ্গে মতামত বিনিময় করেন। দেশপ্রেম এবং নিয়মানুবর্তিতার মূল্যবোধ সবসময় তুলে ধরার উপর জোর দেন তিনি।

সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন লেফটেন্যান্ট জেনারেল। তাঁকে প্রশ্ন করা হয়, পহেলগাঁওয়ের মতো ফের কোনও হামলার সম্ভাবনা রয়েছে কি না? উত্তরে তিনি বলেন, ‘পাকিস্তান যতদিন না চিন্তার বদল ঘটাচ্ছে, ততদিন এ ধরনের সম্ভাবনা থেকেই যায়। তাদের পুরোদমে যুদ্ধের ক্ষমতাই নেই।ঐ অপারেশন সিন্দুরের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আমরা ওদের ঘাঁটি এবং চৌকি ধ্বংস করেছি। এরপরেও ওরা পহেলগাঁওয়ের মতো হামলা করতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে। আগের থেকে এবারের প্রত্যুত্তর যে আরও ভয়ংকর হবে, সেই নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *