আরজি করের রেশ এবার পাহাড়েও আন্দোলনে নামছেন সমস্ত সাধারণ মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এবার আর জি করের রেস পাহারেও আন্দোলনে নামছেন সমস্ত সাধারণ মানুষ। পাহাড়ের বিভিন্ন ডাক্তারের চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকান ইতিমধ্যেই একসাথে মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানিয়েছে পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলিও। অনিত থাপা জানিয়েছেন এই ঘটনা একেবারে মেনে নেওয়া যায় না। এই জঘন্য ঘটনার সাথে সাথে যে বা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। কোনভাবেই কোন শক্তির বলি আনে তারা যেন ছাড় না পায়। সমাজের লজ্জা ঘটনা । রোশন গিরি এবং বিমল গুরুং দুজনে এই ঘটনার নিন্দা করেছেন। তারা জানিয়েছেন যেভাবে এই ঘটনা ঘটলো এবং যারা এই ঘটনাকে লুকিয়ে ফেলবার চেষ্টা করছে তাদের শাস্তি হওয়া দরকার। শাস্তি যদি না হয় এই হাজার হাজার যুবক-যুবতী রাস্তায় নেমে যেভাবে নিজেদের জীবনের মায়া না করে আন্দোলনে নেমেছে তারা তা না করলে তারা নিজেদের ছোট বলে মনে করবে এবং তাদের মন ভেঙে যাবে।

এদিকে পিছিয়ে নেই শান্তা ছেত্রীও তিনিও জানিয়েছেন এই ঘটনা চরম নিন্দনীয়। কিছুতেই এই ঘটনা মন থেকে মুছে ফেলতে পারছি না। একজন সরল নিষ্পাপ মেয়ের জীবন এইভাবে শেষ হয়ে গেল ভাবাই যায় না। আমাদের কাজ আমরা একেবারেই করতে পারিনি এটা আমাদের কাছে চরম লজ্জার। আজকে ওই মহিলার বাবা মায়ের কি অবস্থা, শুধু তাই নয় গত তিনদিন ধরে পাহাড়ের মানুষও আন্দোলন করছেন। কিছুটা হলেও ব্যাহত হয়ে গেছে ডাক্তারি পরিষেবা, চিকিৎসা করাতে গিয়ে ফেরত যাচ্ছেন অনেকেই। দোষীরা ধরা না পড়লে আরো বড় আন্দোলনে নামবেন জানিয়েছেন পাহাড়ের ডাক্তারেরা। ডাক্তারেরা জানিয়েছেন যে ডাক্তার মানুষের জীবন বাঁচায়, এই ডাক্তারের জীবন এইভাবে এই নৃশংসভাবে নিয়ে নেওয়া হল এটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে হত্যাকারীদের শাস্তি চাই। পাহাড়ে পড়ুয়া যুবক যুবতীরাও আন্দোলনে নেমেছেন। পাহাড়ে বিভিন্ন সংগঠন নামবে আন্দোলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *