রাতে গাড়ি থামিয়ে ‘তোলা’ আদায় টহলের নাম করে , সাসপেন্ড হলো তিন পুলিশকর্মী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার তিন পুলিশকে সাসপেন্ড করা হল নাইট পেট্রলিংয়ের নামে রাস্তা আটকে পাইকারি হারে পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগে । এও জানা গেছে এগরা থানায় কর্মরত ছিলেন বরখাস্ত হওয়া পুলিশ কর্মীরা ।সূত্রের খবর,তোলা আদায়ের অভিযোগে পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার সুনীল কুমার যাদব সাসপেন্ড করলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার তিন পুলিস কর্মীকে। শাস্তিপ্রাপ্তরা হলেন এএসআই সুধাংশু সামন্ত, কনস্টেবল সুদীপকুমার দোয়ারি ও মানস মুদি।যারা প্রত্যেকেই কর্মরত ছিলেন এগরা থানায়।

আরো জানা গিয়েছে, ১৮ নভেম্বর রাতে এগরা-খড়্গপুর রাস্তার কৌরদা এলাকায় টহলদারি গাড়ি নিয়ে রাতের পাহারায় ছিলেন ওই তিনজন পুলিশ কর্মী। আরও অভিযোগ ওঠে সেই সময় তিনজন পন্যবাহী গাড়ি আটকে যথেচ্ছ টাকা তোলেন বলেও।রাতে সারপ্রাইজ ভিজিটে বের হন অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ)। তাঁর নজরে সামনে আসে ওই ঘটনা । গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় নগদ ২৫ হাজার টাকা। এসপি তিনজনকে সাসপেন্ড করেন অতিরিক্ত পুলিস সুপারের রিপোর্ট পেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *