চিন সেনার ভারতীয় কিশোরকে অপহরণ অরুণাচলে , দাবি সাংসদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এক কিশোরকে অপহরণ করেছে ভারতের সীমানায় ঢুকে৷ অরুণাচল-পূর্ব জেলার সাংসদ তাপির গাও এমনই গুরুতর অভিযোগ করেছেন৷ বুধবার তিনি একটি টুইট করে জানান, ১৭ বছরের এক কিশোরকে তুলে নিয়ে গিয়েছে চিনের পিএলএ বাহিনী৷

তাপির গাও টুইটারে আরও লেখেন, “চিনের পিএলএ বাহিনী অপহরণ করেছে জিডো ভিল অঞ্চলের ১৭ বছর বয়সি মিরাম তারোনকে”৷ অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার সিয়ুংগলা এলাকার মধ্যে বিশিং গ্রাম ৷ এর অন্তর্গত লুংগটা জোর এলাকার মধ্যে ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে৷ গত১৮ জানুয়ারি এই ঘটনা ঘটেছে৷” তিনি এও জানান, ২০১৮ সালে চিন ৩ -৪ কিমি রাস্তা তৈরি করে ফেলেছে এই লুংগটা জোর এলাকায় ৷ ওই টুইট তাপির গাও ট্যাগ করেছেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও৷

জানা গিয়েছে, চিনা সেনার হাত থেকে পালিয়ে যায় অপহৃত কিশোর মিরাম তারোনের এক বন্ধুও৷ স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায় জনি ইয়াইয়িং নামে ওই কিশোর ৷ তারপরই সাংসদ টুইট করে বিষয়টি জানান৷ এদিকে তাপির গাও কেন্দ্রীয় সরকারের সব তদন্তকারী সংস্থাকে অনুরোধ করেছেন, যাতে এই বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *