আমি গিয়ে বসে থাকব ‘অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চললে!’ এমনি হুঙ্কার দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে গেলে তিনি বুলডোজারের সামনে বসে পড়বেন সবার আগে৷ নবান্ন থেকে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত , বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের ১৩ ডেসিমেল জমি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ করেছে অমর্ত্য সেনের বিরুদ্ধে৷ এ নিয়ে দীর্ঘদিন ধরেই বেশ টানাপোড়েন চলছে দু পক্ষের মধ্যেই ৷ মূলত বিশ্বভারতী কর্তৃপক্ষ কয়েকদিন আগেই অমর্ত্য সেনকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে ওই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এর পরেই মুখ্যমন্ত্রী এ দিন চরম হুঁশিয়ারি দিলেন ৷

উল্লেখ্য, এই বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন৷ গত জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে জমির যাবতীয় কাগজপত্রও তুলে দিয়ে আসেন ৷ এর পরেও অবশ্য বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনড় থেকে জমির দাবি থেকে সরে আসেনি ৷ এদিকে মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে থানায় হামলার ঘটনায় বিজেপি-র বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তোলেন৷ সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী টেনে আনেন অমর্ত্য সেনের জমি বিতর্কের কথা৷ রাজ্যের কোনও ঘটনা ঘটলেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কমিশনের কর্তারা এসে যেভাবে রাজ্য প্রশাসনের সমালোচনা করছেন, মুখ্যমন্ত্রী তারও প্রতিবাদ করেন৷

মুখ্যমন্ত্রী এও বলেন, ‘এটা উত্তর প্রদেশ, গুজরাত নয়৷ এটা বাংলা৷ শিল্প সংস্কৃতীর পীঠস্থান৷ আগুন নিয়ে খেলা উচিত নয়৷ যখন রোজ অমর্ত্য সেনের উপরে আক্রমণ করছে , তখন চুপ করে থাকবো কেন? ওরা বলছে অমর্ত্য সেনের বাড়িতে নাকি বুলডোজার চালাবে৷ চালাক, আমি আগে সেখানে গিয়ে বসে থাকব৷’

মূলত , এখন বুলডোজার শব্দটি প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের নামের সঙ্গে৷ একাধিক ক্ষেত্রে যোগী সরকার বুলডোজারের ব্যবহার করছে সমাজবিরোধীদের সম্পত্তি, বেআইনি নির্মাণ ভাঙার নামে ৷ তা নিয়ে প্রশ্নও তুলেছে বিরোধীরা ৷ এ দিন অমর্ত্য সেনের জমি বিতর্কে সেই বুলডোজার প্রসঙ্গ টেনে এনেই স্বয়ং মুখ্যমন্ত্রী বিশ্বভারতী কর্তৃপক্ষের দিকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *