উদ্ধার হলো ১৭৪ কোটি বছর আগের বিশ্বের সবচেয়ে পুরোনো ফসিলস
বেস্ট কলকাতা নিউজ : বিজ্ঞানীরা দাবি করলেন বিশ্বের সবচেয়ে পুরোনো ফসিলস উদ্ধারের। বিজ্ঞানীরা ১৭৪ কোটি বছর পুরোনো জীবাশ্ম উদ্ধারের কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের সনভদ্রার বারী, ডালা ও ওব্রা এলাকা থেকে।বিজ্ঞানীরা লখনউ-এ পরীক্ষা করতে পাঠিয়েছেন উদ্ধার হওয়া ফসিলসের নমুনা সংগ্রহ করে। প্রসঙ্গত সোনভদ্রে পাওয়া সলখন ফসিলের থেকেও এটা পুরোনো বলে মনে করা হচ্ছে।
সোনা পাওয়া হোক বা সঞ্চিত গ্যাসের ভাণ্ডারের সন্ধা। সোনভদ্র সবসময়ই থাকে খবরের শিরোনামে। এবার সোনভদ্রের বিজ্ঞানীরা দাবি করলেন, ১৭৪ কোটি বছর আগের জীবাশ্ম রয়েছে সেখানকার ডালা, বারী এবং ওব্রা এলাকার পাহাড়ে। তাঁদের আরও দাবি ১৭৪ কোটি বছর পুরোনো হতে পারে ওই এলাকায় পাওয়া জীবাশ্মের বয়স।এই জীবাশ্মগুলির বিশেষত্ব হল, এগুলি সেই সময়কার জীবাশ্ম যখন মানুষের কোনও রকম অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে। তখন এই পৃথিবীতে বসবাস করত শুধুমাত্র গাছপালা ও নানান রকমের জন্তু। সেসব প্রাণীর সঙ্গে অবশ্য কোনও রকম তুলনা চলে না আজকের প্রাণীদের।