এবার থেকে ৫ বছরের জেল হবে হোয়াটসঅ্যাপে লাভ ইমোজি পাঠালে
বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে জেল ও জরিমানা করা হবে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে কাউকে লাভ ইমোজি বা ভালোবাসার প্রতীক পাঠালে। শুনতে কিছুটা অবাক লাগলেও সত্যি এটাই। জেল হবে হোয়াটসঅ্যাপে কাউকে লাভ ইমোজি পাঠালেই। পশ্চিমি দুনিয়া দেশ সৌদি আরব জারি করল এমনই অদ্ভুত এক ফরমান। সৌদি আরবের আইন অনুযায়ী, কাউকে কেউ যদি লাভ ইমোজি পাঠায় আর যদি তা প্রমাণিত হয়, তাহলে তাকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে যা তিন লাখ রিয়াল পর্যন্ত হতে পারে অপরাধের ধরণ অনুযায়ী। এছাড়া জেলেও দেয়া হতে পারে। সৌদি সংবাদপত্রকে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের অ্যান্টি-ফ্রড অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতবি বলেন, হোয়াটসঅ্যাপে ‘রেড হার্ট’ পাঠানো একটি ‘হয়রানিমূলক অপরাধ’ এর সমান।
তিনি আরও বলেন, কিছু ছবি এবং অভিব্যক্তি হয়রানির অপরাধে পরিণত হতে পারে অনলাইন চ্যাটের সময়। যদি কেউ এর জন্য মামলা করে। এজন্য তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।