এক বিধায়ক-ঘনিষ্ঠের রক্তাক্ত দেহ উদ্ধার হল কলকাতায় বিধায়ক-হস্টেল থেকে
বেস্ট কলকাতা নিউজ : এমএলএ হস্টেল থেকে উদ্ধার হল বিধায়ক-ঘনিষ্ঠের রক্তাক্ত দেহ। শনিবার সাত সকালে এক বিধায়কের নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এমএলএ হস্টেলে। আজ ভোর ৫ টা নাগাদ এমএলএ হস্টেলের ২ নম্বর গেটের ক্যাম্পাসে ঝুপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। খোঁজ করে দেখা যায় ৪১৯ নম্বর ব্যালকনির নীচে মাটিতে পুরুলিয়ার বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর দেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম জয়দেব ঘড়াই। তিনি মূলত কর্মরত ছিলেন রাজ্য পুলিশের কনস্টেবল পদে।
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আসনে ফরেনসিক টিমের বিশেষজ্ঞরাও। দেহটি আপাতত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । কী কারণে মৃত্যু, কীভাবে পড়ে গেলেন ওই নিরাপত্তারক্ষী, নাকি তাঁকে কেউ ওপর থেকে ঠেলে ফেলে দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে গভীর ধোঁয়াশা তৈরি হয় । এমনকি ফরেনসিক টিমও নমুনা সংগ্রহ করেছে দুর্ঘটনাস্থল থেকে । আবার তদন্তকারীরা জানানা, মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পরেই । পরে ঘটনাস্থলে আসেন ডেপুটি কমিশনার পুলিশ।