অবশেষে শুরু হল রাজ‍্য টেবিল টেনিস প্রতিযোগিতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে নিউ নর্মালের পথে এ রাজ্যের খেলার দুনিয়া। করোনা কালের মধ্যেই আজ সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ‍্য টেবিল টেনিস প্রতিযোগিতা। এই টুর্নামেন্টর আসর বসতে চলেছে দক্ষিন কলকাতার গাঙ্গুলি বাগান রামগড় প্রগতি সংঘের অডিটোরিয়ামে ।করোনা কালের মাঝে রাজ‍্যে ইতিমধ্যেই শুরু হয়েছে ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতাও। কিন্তু এখনো পর্যন্ত শুরু করা হয়নি কোন ইন্ডোর গেম। অবশেষে রাজ‍্য টিটি অ‍্যাসোসিয়েশন এবার হাটতে চলেছে সেই পথেই। আজ সোমবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবেন ৪০০ জন প্রতিযোগি। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর।

পশ্চিমবঙ্গ রাজ‍্য টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত আরও জানান, খুবই স্পর্শকাতর বর্তমান এই পরিস্থিতিটা। তাই টুর্নামেন্ট শুরু করা হচ্ছে সবরকম স্বাস্থ‍্যবিধি মেনেই। খেলোয়ার আসবে বাংলার মোট ১৯ টি জেলার ইউনিট থেকে । তবে দর্শকদের কোনো রকমের প্রবেশ নিষেধ এই প্রতিযোগিতায়। এর পাশাপাশি তিনি এও জানান টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় সাতদিন আগে থেকেই গোটা অডিটোরিয়াম চত্বর স‍্যানিটাইজও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *