এবার বাংলায় পড়লো রাজধানীর আঁচ, সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধি দল রাজ্যে আসছে একগুচ্ছ কর্মসূচি নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে বিধানসভা ভোটে এবার ইস্যু সেই দিল্লির কৃষক আন্দোলন। সংযুক্ত কিষাণ মোর্চা এই রাজ্যে লাগাতার কর্মসূচি পালন করবে আগামী ১১ মার্চ রাত থেকে ১৪ মার্চ পর্যন্ত। তাদের একটাই দাবি, কৃষি আইন প্রত্যাহার করা এবং অন্য যে কোনও রাজনৈতিক দলকে ভোট দিন বিজেপিকে রুখতে।
জানা গেছে ১১ মার্চ রাতে কলকাতায় আসবেন দিল্লি আন্দোলনের কৃষক নেতৃত্ব, এসে তাঁরা রাত্রিবাস করবেন বড়বাজারের গুরুদ্বারে বা গেস্টহাউসে। তারপর দিন থেকে সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা অংশগ্রহণ করবে লাগাতার কর্মসূচিতে। তারা কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করবেন এমনকি ১২ মার্চ দুপুর ১২:৩০ নাগাদ। তারপর ২:১৫ নাগাদ গান্ধী মূর্তির পাদদেশে তারা বাংলার কৃষকদের হাতে তুলে দেবেন দেশের কৃষকদের চিঠি। সেই দিনই দুপুর ২:৩০-এ ট্রাক্টর মিছিল করে কৃষক দূতদের সঙ্গে নেতৃত্ব পৌঁছোবেন রামলীলা পার্কে। সেখানে বিকেলে পশ্চিমবঙ্গ কৃষক-মজুর মহাপঞ্চায়েত রয়েছে। সন্ধ্যেয় ওই প্রতিনিধি দল বৈঠক করবেন খালসা স্কুলের মাঠে বুদ্ধিজীবীদের সঙ্গে। রাতে তারা হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।