এসপি কেন ছুটিতে ? প্রশ্ন তুলে এআইডিএসও পথে নামল আনিস হত্যাকাণ্ডে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আনিসের অস্বাভাবিক মৃত্যুতে আদতে কারা জড়িত রয়েছে, তা স্পষ্ট নয় আজ ১২ দিন পরও। তবে ইতিমধ্যেই একাধিক দলের কর্মী-সমর্থকরা বিক্ষোভে সামিল হয়েছে এই ইস্যুতে পথে নেমে। কিছুদিন আগেই এসপি অফিস ঘেরাও করা হয়েছিল বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে। তবে অশান্তির ছবি স্পষ্ট সেখানেও। প্রতিদিনই মূলত মিছিল ও জনসভা অনুষ্ঠিত হচ্ছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। আজ ফের পথে নেমে বিক্ষোভে সামিল হল বাম সংগঠন এআইডিএসও-র কর্মীরা। এদিন কলেজ স্কোয়ার থেকে লালবাজার ও ভবানীভবনে যাওয়ার ডাকও দেয় বাম নেতৃত্ব।

এদিন পুলিস-প্রশাসন লালবাজার এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে তাদের আসার আগেই। তবে অন্যদিকে, মিছিলের আগেই বাম রাজ্য নেতৃত্ব হুশিঁয়ারি দিয়ে জানিয়ে দেয়, যেখানেই পুলিসের বাধা আসবে, কর্মীরা বিক্ষোভ করবে সেখানেই বসে। সেইমতো, এআইডিএসও-র কর্মীদেরও একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল লালাবাজার ও ভবানী ভবনে গিয়েও। কিন্তু তার আগেই বিক্ষোভকারীরা পুলিসের বাধার সম্মুখীন হয় বিবি গাঙ্গুলি স্ট্রিট পার করতেই । এরপর বেশ কিছুক্ষণ পুলিসের সঙ্গে ধস্তাধস্তির পর তাঁদের বিক্ষোভ চলে সেখানে বসেই। তাঁদের এখনও প্রশ্ন একই, কেন ওসিকে ছুটিতে রাখা হল? কেন এখনও প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *