কড়েয়া থানার ওসি পুলিশ পদক পাচ্ছেন প্রজাতন্ত্র দিবসে , বিশেষ সম্মান বাংলার আরও ২০ পুলিশ কর্তাকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুলিশ পদক পাচ্ছেন কড়েয়া থানার ওসি। কর্মজীবনে ভাল কাজের জন্য প্রতিবছরের মতো এবছরও সরকার পুলিশ কর্মীদের পদক দেবে । এজন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত বাহিনীর সেরা অফিসার, পুলিশ কর্মীদের নাম প্রকাশ করেছে। বিভিন্ন রাজ্যে কর্তব্যরত পুলিশ কর্মীদের , প্রজাতন্ত্র দিবসের এই পদক প্রদান করা হবে । তালিকায় দেখা যাচ্ছে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি(পিএমজি)পাচ্ছেন ১৪০ জন, প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)পাচ্ছেন ৯৩ জন। প্রথম তালিকায় এ রাজ্য থেকে একজনও না থাকলেও প্রেসিডেন্ট মেডেল পাচ্ছেন দু’জন। তাঁদের মধ্যে এডিজি জাভেদ শামিম (হেড কোয়ার্টার)এবং এএসআই শিবপ্রসাদ মুখোপাধ্যায় আছেন। এছাড়া পুলিশ মেডেল ফর মেরিটোরিয়ায় সার্ভিস (পিএম) ৬৬৮ জন পাচ্ছেন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নাম থাকছে মাত্র ২০ জনের।

সেই তালিকায় যেমন আইজি সুনীল কুমার চৌধুরী, এসিপি ধীরেন্দ্র সিং আছেন, তেমন আছেন কলকাতা ও রাজ্য পুলিশের বেশ কয়েকজন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টবেলও। কলকাতা পুলিশের বিভিন্ন থানার ওসিদের মধ্যে একমাত্র কড়েয়া থানার ওসি স্বরূপকান্তি পাহাড়ি তালিকায় জায়গা পেয়েছেন । তিনি এর আগে ওসি হিসাবে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় টানা চার বছর কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *