করোনায় গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল কত মৃতদেহ তার কোনো হিসেবই নেই, এমনটাই জানাল কেন্দ্র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় শতাধিক দেহ ফেলে দেওয়ার। এই নিয়ে বিরোধিরা প্রশ্ন করেছিল মোদি সরকারকেও। এ নিয়ে সংসদে জানান হয় , করোনায় মৃত কতজনের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, তা জানা নেই কেন্দ্রীয় সরকারের।

গতকাল সোমবার রাজ্যসভায় লিখিত জবাবে এ কথা জানান কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এও জানিয়েছেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্য সরকারগুলর কাছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা-র তরফে ঠিক কত মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য চাওয়া হয়েছিল। তাঁর দাবি, সেই তথ্য নেই সরকারের হাতে। তবে সম্প্রতি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা-র ডিরেক্টর জেনারেল রাজীবরঞ্জন মিশ্র একটি বইয়ে দাবি করেছেন , জেলাশাসক ও পঞ্চায়েত কমিটিগুলির রিপোর্টে অনুযায়ী, গঙ্গায় ভাসানো হয়নি তিনশোর বেশি মৃতদেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *