করোনা রোগীদের জন্য নতুন সেফ হোম চালু হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে
বেস্ট কলকাতা নিউজ : করোনা রোগীদের জন্য নতুন সেফ হোম চালু হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে । ওই সেফ হোমের সূচনা হয়েছে রবিবারই। সেখানে রোগী ভর্তি শুরু হয়ে যাবে আগামী মঙ্গলবার থেকেই। তবে কারা সেখানে থাকবেন, রামকৃষ্ণ মিশন কোনও সিদ্ধান্ত নেবে না সেই বিষয়ে। স্থানীয় রাজপুর-সোনারপুর পুরসভার মাধ্যমেই সেটি ঠিক করা হবে।
মিশনের সেক্রেটারি স্বামী সর্বলোকানন্দ এই ব্যাপারে জানিয়েছেন, রোগী ভর্তি থেকে চিকিত্সা— রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়ম মেনেই সব হবে। অসুস্থদের প্রোটিনযুক্ত আমিষ খাবারও মিলবে চিকিত্সকদের পরামর্শ মতো। সর্বলোকানন্দ বলেন, ‘সেফ হোমটি হবে মিশনের গৌরাঙ্গ ভবনে। সেখানে ছাত্রদের হোস্টেল ছিল করোনা পরিস্থিতির আগে। তাই কোনও সমস্যা নেই আমিষ খাবারেরও। নিয়মিত আমিষ খাবারই দেওয়া হয় এখানকার ছাত্রদেরও। করোনা রোগীদেরও মাছ, মাংস, ডিম দেওয়া হবে চিকিত্সকদের পরামর্শ মতো।’
আপাতত মোট ১২৫ জন রোগীর থাকার ব্যবস্থা থাকছে নরেন্দ্রপুরের ওই সেফ হোমে। থাকছে এমনকি প্রাথমিক চিকিত্সা ও অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও। কোনও করোনা আক্রান্ত বেশি অসুস্থ হয়ে পড়লে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে তাঁকে। সর্বলোকানন্দ আরও বলেন, ‘এখানে থাকছে আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থাও। আইসোলেশনের পাশাপাশি কারও অক্সিজেন প্রয়োজন হলে সেটাও দেওয়া যাবে।