কলকাতায় বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে ২০ এপ্রিল ,এমনকি ব্রিটেনও পাঠাচ্ছে ‘সর্ববৃহৎ’ প্রতিনিধি দল
বেস্ট কলকাতা নিউজ : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি কার্যত শুরু হয়ে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই। এমনকি এই সম্মেলনের মূল লক্ষ্যই হল এ রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি । আগামী ২০ এবং ২১ এপ্রিল অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসতে চলেছে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। আর ব্রিটেন বড় বার্তা দিয়েছে সেই সম্মেলন শুরুর চারদিন আগেই। লগ্নির গন্তব্য একমাত্র বাংলাই। তাই ব্রিটেন পাঠাচ্ছে সাম্প্রতিককালের সর্ববৃহৎ ৪৯ জনের প্রতিনিধি দল, যে দলে থাকবেন এমনকি সে দেশের প্রথমসারির শিল্পপতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানেরা।রবিবারই এমনটাই জানানো হয়েছে ব্রিটিশ ডেপুটি হাইকমিশন সূত্রে। এমনকি তাঁরা ‘বিজনেস টু বিজনেস’ মিটিং করবেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সঙ্গেও। মূলত ব্রিটেন গুরুত্ব দিচ্ছে শিক্ষা, উদ্ভাবনী বা গবেষণায় বাংলার সঙ্গে যৌথভাবে কাজের ক্ষেত্রে।