কলকাতার ক্লাবে মহাশক্তির আরাধনার সূচনা হলো করোনার মুখাগ্নি করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ বছরে ওঁদের স্লোগান, ‘বাজি ছেড়ে এবার জাগুন ,করোনা র মুখে আগুন।’ এ বছরে করোনার মুখাগ্নি করলেন বিধায়িকা স্মিতা বক্সী পুত্র সৌম্য বক্সী। তৈরি করা হল এমনকি করোনাভাইরাস এর আদলে প্রতীকী প্রদীপও। স্মিতা বক্সী পরিচালিত গিরিশ পার্ক ফাইভস্টার স্পোটিং ক্লাব ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আরাধনায়। এ বছর ৬১তম বর্ষে পড়তে চলেছে তাঁদের শ্যামা পুজো। ক্লাব সদস্যদের বাজি বন্ধে সচেতনতা মূলক প্রচারের শুরুটা তাঁরা এমনভাবেই করলেন।

গিরিশপার্কের ফাইভ স্টার ক্লাব করোনা বিদায়ের বার্তা দিয়েছে এমনকি বাজি ভুলে প্রদীপের আলো জ্বেলেও। এছাড়াও তারা সকলকে আর্জি জানিয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে এবছর বাজি না ফাটানোর জন্যও। ক্লাবের সদস্য সৌম্য বক্সি আরও জানিয়েছেন সবারই হাইকোর্ট রায় মেনে চলা উচিত পশ্চিমবঙ্গের দায়িত্বশীল নাগরিক হিসেবে। সমাজের ভালর জন্যই তিনি সবাইকে পদক্ষেপ নেওয়ারও আবেদন করেছেন। আতশবাজির বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে ক্লাবের তরফেও প্রচার অভিযান চালানো হচ্ছে এলাকাতে। এছাড়া করোনা আবহে কালীপুজো করলেও স্বাস্থ্যবিধি মেনে সবরমক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গিরিশ পার্কের ফাইভ স্টার ক্লাব করোনা মুক্তির বার্তা দিয়েছে করোনা ভাইরাসের আদলে প্রদীপে আলো জ্বালিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *