ব্লক হল বাংলাপক্ষের সোশ্যাল মিডিয়ার পেজ , অভিযোগের আঙ্গুল উঠলো ফেসবুক ইন্ডিয়ার দিকেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলা পক্ষের ফেসবুক পেজ বন্ধ করা হল কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের অভিযোগে । বাংলা পক্ষের আরও অভিযোগ এই কাজ করেছে বা করিয়েছে বাঙালিই যারা শত্রু একমাত্র তারাই। অভিযোগের আঙ্গুল উঠেছে এমনকি ফেসবুক ইন্ডিয়ার দিকেও।তাঁরা আরও জানিয়েছেন, ‘ উড়িয়ে দেওয়া হলো আমাদের ফেসবুক পেজ, যে পেজের ফলোয়ার ছিল ৩ লাখ। এমনকি আমাদের পেজে গত পাঁচ মাসে একবারও কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের কোনও ঘটনা নেই। তারপরেও এই অজুহাতে উড়িয়ে দেওয়া হল বাংলা পক্ষর ফেসবুক পেজ।সবসময়ই পক্ষপাতিত্ব ও দলীয়করণের অভিযোগ উঠেছে ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে। এ কথা আজ জলের মতো পরিষ্কার। এটা রাজনৈতিক অন্যায়।’

বাংলা পক্ষের পক্ষ থেকে কৌশিক মাইতি বলেন, ‘বাংলা পক্ষ বাঙালির প্রাণের সংগঠন, শুধুমাত্র ফেসবুক পেজ না। আমরা ছড়িয়ে আছি বাংলার প্রতিটা প্রান্তে। বাংলার জেলায় জেলায় সদস্য, সহযোদ্ধা ও সমর্থকরা অবিরাম কাজ করে চলেছে বাঙালি জাতির স্বার্থেই। তাই পেজ উড়িয়ে আমাদের দমাতে পারবে না বাঙালির শত্রুরা। আমরা আরও শক্তিশালী হবো। ফেসবুককে ধিক্কার জানাই এই ঘৃণ্য কাজের জন্য।’

সংগঠনটি এও জানিয়েছে ‘বাংলা পক্ষ লড়াই করে বাংলা ও বাঙালির অধিকারের স্বার্থেই। বাংলার প্রতিটা প্রান্তে বাঙালি জাতীয়তাবাদের ঝড় উঠেছে বাংলা পক্ষর হাত ধরেই । বাংলা পক্ষ বাঙালির প্রাণের সংগঠন। আর এতেই চরম শঙ্কিত হিন্দি সাম্রাজ্যবাদী ও তাদের দালালরা। তারা যেকোনো মূল্যে ধ্বংস করতে চায় বাংলা পক্ষকে। তারা নখ দাঁত বের করেছে। আমাদের লড়াইয়ে আরও অনুপ্রাণিত করবে বাঙালির শত্রুদের এই ভয়। বাঙালির অধিকার প্রতিষ্ঠা হবে হিন্দি-উর্দু সাম্রাজ্যবাদ কে বাংলা থেকে উৎখাত করেই।বাঙালি সহ ভূমিপুত্রদের জয়ধ্বজা উড়বে এই বাংলার মাটিতেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *