ফের ইন্দ্রপতন বাংলা সাহিত্য জগতে, প্রয়াত হল বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রয়াত হল বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহ করোনা আক্রান্ত হয়েছিলেন গত এপ্রিল মাসে। হাসপাতাল থেকে বাড়িও ফিরেছিলেন পরবর্তী সময়ে সুস্থ হয়ে। তবে ফের তিনি কাবু হন কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় । তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয় অগাস্টের শুরুতেই । শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। সাহিত্যিক হাসপাতালে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন শনিবার রাতেই । কলকাতার বেসরকারি হাসপাতালে প্রবাদপ্রতীম এই সাহিত্যিকের মৃত্যু হয় রাত ১১.২৫ মিনিট নাগাদ।সাহিত্যজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বুদ্ধদেব গুহর প্রয়াণে।

অবশেষে চলে গেলেন বুদ্ধদেব গুহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্ম হয় বুদ্ধদেব গুহর। ছোট থেকেই পরিচিত ছিলেন পড়াশোনায় ভালো ছাত্র হিসেবেই। পরবর্তী সময়ে ভর্তি হন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। ততদিনে বাঙালি পাঠক তাঁর প্রভাব দেখতে শুরু করেছে সাহিত্যজগতে। ১৯৭৬ সালে তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন ‘হলুদ বসন্ত’ উপন্যাসের জন্য। বাংলা সাহিত্যে তাঁর জনপ্রিয় উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল ‘মাধুকরী’, ‘চানঘরে গান’। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ‘জঙ্গলমহল’। সাহিত্যের পাশাপাশি তাঁর যথেষ্ট আগ্রহ ছিল গান ও ছবি আঁকাতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *