কেন পূর্বস্থলীতে মাঠ ভরল না নাড্ডার জনসভায় , মাঠ ফাঁকা শুভেন্দুর গড়েও, জবাব চাইবে BJP কেন্দ্রীয় নেতৃত্ব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কেন পূর্বস্থলীতে মাঠ ভরল না নাড্ডার জনসভায় , মাঠ ফাঁকা শুভেন্দুর গড়েও, জবাব চাইবে BJP কেন্দ্রীয় নেতৃত্ব পঞ্চায়েত ভোটের আগে কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে রাজ্যে এসেছেন তিনি। অথচ সেই জে পি নাড্ডার জনসভার মাঠই ভরল না। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পূর্বস্থলীতে দলের সর্বভারতীয় সভাপতির জনসভায় আসেননি বিজেপির (BJP) অধিকাংশ কর্মী-সমর্থক। কার্যত পূর্বস্থলী থানার ফাঁকা ময়দানেই এই জনসভা করতে হচ্ছে তাঁকে। একই দশা পূর্ব মেদিনীপুরের রামনগরেও। মাঠ ফাঁকা রেখেই সভা করলেন তিনি। পূর্বস্থলীর মতো নির্ধারিত সময় থেকে অনেকটা পরে মঞ্চে ওঠেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিকে জনসভা ফাঁকা থাকার জন্য জেলার ঊর্ধ্বতন নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলছেন নিচুতলার কর্মী-সমর্থকরা। কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়কে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই পুরনো কর্মী-সমর্থকদের সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না। উল্লেখযোগ্য কোনও কর্মসূচিতেই বিজেপি নেতৃত্বকে লড়াইয়ের ময়দানে দেখা যায়নি। সকাল ১১টায় জনসভার মঞ্চে জেপি নাড্ডার উপস্থিত থাকার কথা থাকলেও দেড় ঘন্টা পেরিয়ে গেলেও তিনি উপস্থিত হননি। মনে করা হচ্ছে কর্মী সমর্থকরা সেভাবে উপস্থিতি না থাকায় নির্ধারিত সময় মঞ্চে ওঠেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *