কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না! পিটিশনের নির্দেশ অভিষেকের
শহিদ মিনার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ শানালেন তিনি। একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে তৃণমূল যে জিরো টলারেন্স তা নিয়েও ফের একবার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এরপরেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কার্যত ল্যাজেগোবরে শাসকদল তৃণমূল। এই অবস্থায় অভিষেকের সভা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। আর সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, আজ শুধুই ট্রেলার দেখালাম। আগামদিনে দিল্লিতে গিয়েও আন্দোলনের হুঁশিয়ারি ডায়মন্ডহারবারের সাংসদের। শুধু তাই নয়, তাঁর বার্তা, আমি খুবই জেদি একটা ছেলে! একা হলেও আমি দিল্লিতে যাব। দিল্লি অচল করে ছাড়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।