কে নিয়োগ দুর্নীতির আসল মাথা , সব বেরিয়ে আসবে মোবাইল থেকে – বিস্ফোরক শান্তনু
এভারেস্টের সমান দুর্নীতি! আর সেই দুর্নীতির জোট খুলতে ফের একবার তৃণমূল যুবনেতা শান্তনু মজুমদারকে নিজেদের হেফাজতে নিল ইডি। আজ সোমবার ফের একবার আদালতে তোলা হয় ধৃত যুব নেতাকে। শুনানিতে এদিন একের পর এক বিস্ফোরক দাবি করা হয় ইডির তরফে।
আর সেই সমস্ত বিষয়ে আরও জানতে শান্তনুকে আরও ১১ দিন নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায় কেন্দ্রীয় সংস্থা। দীর্ঘ শুনানি শেষে শান্তনুকে ২৪ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে খারিজ হয়ে গিয়েছে তৃণমূল নেতার জামিনেরও আবেদন।
তবে দুর্নীতির সবকিছু যে কুন্তল তা ফের একবার দাবি করেছেন ধৃত শান্তনু। আদালত থেকে বের হওয়ার সময়ে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। এমনকি নিয়োগ দুর্নীতির মাথা কে? তা নিয়েও প্রশ্ন করা হয়। যদিও শান্তনুর দাবি, টোটাল স্ক্যাম (সব দুর্নীতি) কুন্তল করেছে।” এদিন স্ত্রী প্রিয়াঙ্কার নামে যে অবৈধ সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শান্তনু। তবে তাঁর সম্পত্তি বৈধ কিনা জানতে চাওয়া হলে তাঁর মতে, ”সব প্রমাণ হবে। আগামিদিনে দেখবেন।’
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করেছে সিবিআই এবং ইডি। ইতিমধ্যে তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে। তদন্তের শুরুতে তদন্তকারী সংস্থা ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে বারবার দাবি করে এসেছে। যদিও এখনও তদন্তে নেমে ১১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।