কোভিড টিকা স্পুটনিকের ট্রায়াল শহর কলকাতায়, ১০০ স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোভ্যাক্সিনের পরে এবার কলকাতায় হবে রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক ভি-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কলকাতার পিয়ারলেস হাসপাতাল অনুমতি দিল এই ট্রায়াল করার। আরও জানা গিয়েছে,এই ট্রায়াল হবে শহরের প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবকের উপরে। তবে জানানো হয়েছে ট্রায়ালের আগে স্বেচ্ছাসেবকদের শারীরিক পরীক্ষা করার পরেই তা করা হবে বলেই। হাসপাতাল সূত্রে আরও খবর, এই ট্রায়াল হবে পিয়ারলেস হাসপাতালের কনসাল্টান্ট ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের নেতৃত্বে। কলকাতার ক্লিনিমেড লাইফ সায়েন্সেস তাদের সাহায্য করবে এই ট্রায়ালে। ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ লিমিটেড এই ট্রায়ালের খরচ দেবে।

এই প্রসঙ্গে ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক আরও জানিয়েছেন, ‘এটা খুবই ভাল খবর যে আমাদের হাসপাতালের এথিক্স কমিটি স্পুটনিক ভি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গে প্রথম হাসপাতাল হিসেবে। ট্রায়াল শুরু হবে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ লিমিটেড থেকে টিকা চলে এলেই। আমরা টিকার কার্যকারিতা পরীক্ষা করব আগামী ৬ মাস ধরে স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণে রেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *