‘গদ্দারদের সঙ্গে লড়ছি, মাথা ঝোঁকাব না’, মুখ্যমন্ত্রী বিজেপিকে কার্যত তুলোধনা করলেন ঈদের নমাজে এসে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ খুশির ঈদ। কলকাতার রেড রোডে পবিত্র ঈদের নমাজে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই এদিন রেড রোডের মঞ্চে গিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের নিশানা করেছেন কেন্দ্রের শাসকদল বিজেপিকে। ‘দেশের সংবিধান, ইতিহাস বদলাতে চাইছে মোদী সরকার’, ফের একবার মুখ্যমন্ত্রী নিশানায় গেরুয়া শিবির ।

দেশজুড়ে আজ পবিত্র ঈদ পালিত হচ্ছে সম্প্রীতির বিশেষ বাতাবরতণে । কলকাতার রেড রোডে ঈদের বিশেষ এই নমাজে শনিবার উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে সকলকে মুখ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছাও জানান । সংক্ষিপ্ত বক্তৃতায় এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিজেপিকে নিশানা করেন । তিনি বলেন, ‘বিভেদের রাজনীতি করছে বিজেপি। দেশের সংবিধান, ইতিহাস বদলাতে চাইছে মোদী সরকার। এমনকি আমরাও প্রস্তুত লড়াইয়ের জন্য। আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। কোনও কোনও গদ্দার দল চেষ্টা করছে শান্তি নষ্ট করার । গদ্দারদের সঙ্গে লড়তে হচ্ছে আমাদের । আমরা প্রস্তুত আছি মাথা ঝোঁকাব না। আমরা দেশকে টুকরো করতে চাই না। জীবন দিয়ে দেব,কিন্তু দেশ টুকরো হতে দেব না।’

কেন্দ্রীয় সরকার বিরোধীদের এজেন্সি দিয়ে ‘চাপে’ ফেলার রাজনীতি করছে, দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে চলেছে বিরোধী দল শাসিত রাজ্যগুলি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও ফের একবার শোনা গেল একই অভিযোগ। এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘আমাকে তো এজেন্সির সঙ্গেও লড়তে হচ্ছে। আমি তৈরি আছি। কিন্তু মাথা ঝোঁকাব না। আমি এনআরসি করতেও দেব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *