মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমাদের চলতে হবে, এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অনেক কষ্ট করে তিনি এই দলটি তৈরী করেছেন। এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই আজকে আমরা তার মাথার উপরে দাড়িয়ে আছি। তাই আমাদের তার কথা মেনেই চলতে হবে বলে জানালেন জেলা সভাপতি। তিনি জানালেন সামনের নির্বাচনে বিজেপী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক কুৎসা রটাবে। অনেক চেষ্টা করবে মানুষের মনকে ঘুরিয়ে দেবার কিন্তুু আমাদের সব কিছুকে হারিয়ে দিতে হবে এই লোকসভা নির্বাচনে। আমাদের সমস্ত কর্মীদের এক হয়ে লড়াই করতে হবে। যেটা দরকার আমাদের সেটা হল আমাদের সবাইকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে হবে। জেলা সভাপতি আরো জানান মুখ্যমন্ত্রী আমাকে বেশ কিছু নির্দেশ এবং পরামর্শ দিয়েছেন সেটা মাথায় রেখেই আমি চলব। আমাদের প্রার্থীকে আমাদের জীতিয়ে তুলতে হবে। যেটা এতদিন আমাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি সেটা এই বছর আমাদের করে দেখাতে হবে যে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী।

জেলা সভাপতি এদিন আরো জানান আমাদের লড়াই তিন বিরোধী দলের বিরুদ্ধে তাই আমাদের সবার আগে আমাদের কর্মীদের সাথে আলোচনা করে নিতে হবে। তাই এখন থেকেই আমাদের তৈরী হয়ে সামনের লড়াই করতে হবে। জেলা সভাপতি আরো জানান আমাদের সম্পদ আমাদের কর্মীরা তাই আমাদের তাদের সামনে রেখেই লড়াই শুরু করতে হবে। মুখ্যমন্ত্রী অনেক ভেবে চিন্তা করেই প্রার্থী তালিকা ঘোষনা করেছেন, তারা নিশ্চিতরূপে যোগ্য প্রার্থী তাই আমাদের তৃণমূল কর্মীদের এগিয়ে এসে লড়াইএ যোগ দিতে হবে। তবেই এই দার্জিলিং লোকসভা সিট আমাদের হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *