গ্রেফতার হল অসম উচ্ছেদ-কাণ্ডে মৃতদেহে আঘাতে অভিযুক্ত চিত্রগ্রাহক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে অসম পুলিশ গ্রেফতার করল অসমের দারাং জেলার গরুখুটি এলাকায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত চিত্রগ্রাহককে৷বৃহস্পতিবার অসমের দারাং জেলার গরুখুটি এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেআইনি দখল উচ্ছেদকে কেন্দ্র করে৷ এমনকি দুই এলাকাবাসীর মৃত্যু হয় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে৷ আহত হন এমনকি বেশ কয়েকজন পুলিশকর্মীও৷ এদিকে অন্য বিতর্কও শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে৷

গতকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের যে ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছিল, একজন চিত্রগ্রাহক মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহের উপর উঠে লাফাচ্ছেন, তাঁকে আঘাতও করছেন৷ তুমুল বিতর্ক শুরু হয় এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ৷বিভিন্ন মহলে ওঠতে শুরু করে এমনকি অভিযুক্ত চিত্রগ্রাহককে গ্রেফতারের দাবিও৷ শুক্রবার অসম পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে বিজয় বানিয়া নামে অভিযুক্ত ওই চিত্রগ্রাহককে৷

জানা গিয়েছে, উচ্ছেদ অভিযান পর্বের ছবি তুলে রাখার জন্য জেলা প্রশাসনের তরফেই ওই চিত্রগ্রাহককে নিয়োগ করা হয়েছিল৷ অসমের ডিজিপি ভাষ্কর জ্যোতি মহন্ত আরও জানিয়েছেন, বৃহস্পতিবারই বিজয় বানিয়া নামে অভিযুক্ত ওই চিত্রগ্রাহককে গ্রেফতার করে তুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের হাতে৷ কেন এমন অমানবিক আচরণ করলেন ওই চিত্রগ্রাহক তদন্তকারীরা তা জানার চেষ্টা করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *