চরম নক্কারজনক তথ্য, বেআইনি ভাবে দখল হল ভারতীয় সেনার ৯,৫০৫ একর জমি
বেস্ট কলকাতা নিউজ :গরিব এবং দুর্বলদের ওপর বলশালীদের অত্যাচারের কথা অহরহ শোনা যায়। এমনকি শোনা যায় দখলদারির কথাও। এই প্রথা প্রাসঙ্গিক প্রাচীন যুগ থেকে শুরু করে আজকের সময়েও। দেশের নিরাপত্তার দায়িত্বে সর্বদা নিয়োজিত রয়েছেন ভারতীয় সেনাবাহিনী। এবার দখল করা হল সেই সেনা বাহিনীর বিশাল পরিমাণ জমি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে এক দু একর নয় ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৯,৫০৫ একর জমিতে ভাগ বসিয়েছে দুর্নীতিপরায়নরা।এই তথ্য প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের সুরক্ষা মন্ত্রালয়ের এক রিপোর্টে। ওই রিপোর্টে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে সেনার জমিতে বেআইনি দখলের পরিসংখ্যান।

সুরক্ষা মন্ত্রালয়ের প্রকাশ করা রিপোর্টে এও জানানো হয়েছে যে, ভারতীয় সেনার মোট ৯৫০৫ একর জমিতে বেআইনি হস্তক্ষেপ করা হয়েছে দেশের ৩০টি রাজ্যে। মজার বিষয় হল, মাত্র তিনটি রাজ্যে এই ৯৫০৫ একরের প্রায় অর্ধেক জমি দখল করা হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে সেনার মোট ৪৫৭২ একর জমি বেআইনি ভাবে দখল করা হয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশে ১৯২৭ একর, মধ্যপ্রদেশে ১৬৬০ একর এবং মহারাষ্ট্রে ৯৮৫ একর জমি দখল করা হয়েছে।